কম্পিউটার ডিগ্রি থাকলেই সরকারী চাকরি! মাসে পাবেন ৭১,৫৭৫/- টাকা পর্যন্ত বেতন!

আপনার কি কম্পিউটার ডিগ্রি রয়েছে? আর আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে শুধু আপনার জন্য নয়, কম্পিউটার ডিগ্রি রয়েছে এমন সমস্ত পশ্চিমবঙ্গবাসীর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। সম্প্রতি পশ্চিমবঙ্গ সমবায় পরিষেবা কমিশন (WEBCSC) এর পক্ষ থেকে একাধিক শূন্যপদের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই পোস্টের জন্য আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে। কোন কোন পদে কতজনকে নিয়োগ করা হচ্ছে, কিভাবে আবেদন করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কত থাকা প্রয়োজন, আপনার বয়স সীমা কত হতে হবে, আপনার মাসিক বেতন কত হবে, এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল।
পশ্চিমবঙ্গ সমবায় পরিষেবা কমিশন (WEBCSC) এর শূন্যপদের বিবরণঃ এখানে শূন্য পদ মোট ১১টি। যার মধ্যে সহকারী ম্যানেজার (অ্যাকাউন্টস) গ্রেড II B, অ্যাকাউন্ট্যান্ট, সহকারী ম্যানেজার (গ্রেড II-B), অফিসার (গ্রুপ-B) (গ্রেড-B II), ম্যানেজার এবং ম্যানেজার (অ্যাকাউন্টস) পদে একজন করে নেওয়া হবে, এছাড়াও, স্কেল-I অফিসার পদে দুজনকে এবং ডেপুটি ম্যানেজার পদে তিনজনকে নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
বিভিন্ন পদের জন্য প্রার্থীদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন।
১। সহকারী ম্যানেজার (অ্যাকাউন্টস) গ্রেড II B পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টেন্সিতে বি.কম (অনার্স) এবং কম্পিউটার ডিপ্লোমা প্রয়োজন।
২। অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (অনার্স) এবং ট্যালি সহ কম্পিউটারের মৌলিক জ্ঞান প্রয়োজন।
৩। সহকারী ম্যানেজার (গ্রেড II-B) পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক এবং কম্পিউটারের মৌলিক জ্ঞান প্রয়োজন।
৪। অফিসার (গ্রুপ-B) (গ্রেড-B II) পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (অনার্স) এবং কম্পিউটারের মৌলিক জ্ঞান প্রয়োজন।
৫। ম্যানেজার পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.কম এবং ট্যালি সহ কম্পিউটারের মৌলিক জ্ঞান প্রয়োজন।
৬। ম্যানেজার (অ্যাকাউন্টস) পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.কম, সিএ/সিএমএ/সিএস ইন্টারমিডিয়েট পাস এবং কম্পিউটারের মৌলিক জ্ঞান প্রয়োজন।
৭। স্কেল-I অফিসার পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (অনার্স) ৫৫% নম্বর সহ এবং কম্পিউটারের মৌলিক জ্ঞান প্রয়োজন।
৮। ডেপুটি ম্যানেজার পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমসিএ এবং এমএস অফিসে কম্পিউটারের মৌলিক জ্ঞান প্রয়োজন।
বয়স সীমাঃ আবেদনকারীদের বয়স সীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতনঃ বিভিন্ন পদের প্রার্থীদের মাসিক বেতন কত হবে তা নীচে দেওয়া হল।
১। সহকারী ম্যানেজার (অ্যাকাউন্টস) গ্রেড II B পদের প্রার্থীদের মাসিক বেতন হবে ৫৩,৫৩৫/- টাকা।
২। অ্যাকাউন্ট্যান্ট পদের প্রার্থীদের মাসিক বেতন হবে ২৫,৯৩০/- টাকা।
৩। সহকারী ম্যানেজার (গ্রেড II-B) পদের প্রার্থীদের মাসিক বেতন হবে ২০,০৩৭/- টাকা।
৪। অফিসার (গ্রুপ-B) (গ্রেড-B II) পদের প্রার্থীদের মাসিক বেতন হবে ৪২,১৯৩/- টাকা।
৫। ম্যানেজার পদের প্রার্থীদের মাসিক বেতন হবে ২০,৩৩৫/- টাকা।
৬। ম্যানেজার (অ্যাকাউন্টস) পদের প্রার্থীদের মাসিক বেতন হবে ৫৯,৭২৭/- টাকা।
৭। স্কেল-I অফিসার পদের প্রার্থীদের মাসিক বেতন হবে ৭১,৫৭৫/- টাকা।
৮। ডেপুটি ম্যানেজার পদের প্রার্থীদের মাসিক বেতন হবে ৪২,৩৭১/- টাকা।
কী ভাবে আবেদন করবেনঃ
পশ্চিমবঙ্গ সমবায় পরিষেবা কমিশন (WEBCSC) নিয়োগ ২০২৫ এর উল্লেখিত পদ গুলির জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন চলবে আগামী ৬ই মার্চ পর্যন্ত। এর পর আর আবেদন করা যাবে না। অনলাইন মোডের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে।
• প্রথমে WEBCSC এর অফিসিয়াল ওয়েবসাইট এ যান।
• তারপর “Recruitment” ট্যাবে ক্লিক করে অনলাইন আবেদন লিংক এ ক্লিক করুন।
• এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলবে, সেখানে নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় জরুরী ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন।
• তারপর আপনার দেওয়া সমস্ত তথ্য যাচাই করে সাবমিট অপশনে ক্লিক করে ফর্মটি জমা করুন।
আবেদন করার লিঙ্ক – https://registration2025.webcsc.org/
নির্বাচন প্রক্রিয়াঃ
পশ্চিমবঙ্গ সমবায় পরিষেবা কমিশন (WEBCSC) নিয়োগ ২০২৫ এর উল্লেখিত পদ গুলিতে আবেদনকারী প্রার্থীদের নিম্নলিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।
• কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (১০০ নম্বর)
• লিখিত পরীক্ষা ও কম্পিউটার দক্ষতা পরীক্ষা (৫০ নম্বর)
• ইন্টারভিউ (১৫ নম্বর)
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য মিলবে অফিসিয়াল ওয়েবসাইট https://www.webcsc.org/ তে।