পহেলা বৈশাখ শেষ হওয়ার পর মিলল বৈশাখী ভাতা

গত নয় বছর ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পেয়ে আসছেন। পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও এ ভাতা পান। সরকারি কর্মকর্তা-কর্মচারী অন্যান্য বছরের মতো পহেলা বৈশাখের আগে এই উৎসব ভাতা পেলেও বেসরকারি শিক্ষকরা পেয়েছেন পহেলা বৈশাখের ৬ দিন পর। শিক্ষকরা বলছেন, যে উৎসব পালনের জন্য এই টাকা দেওয়া হয় সেটি যদি উৎসব শেষ হওয়ার পর পাই, তাহলে লাভ কি?
রোববার (২০ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ চারটি চেক বণ্টনকারী অগ্রণী ও রুপালি ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালি ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ২০ এপ্রিল বিকেল থেকে এ ভাতা তুলতে পারবেন।