শিক্ষা তথ্য
ASSET প্রকল্পের আওতায় সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

বাংলাদেশ সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উদ্যোগে এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত
ASSET (Accelerating and Strengthening Skills for Economic Transformation) প্রকল্পের আওতায়
হাতে-কলমে কারিগরি শিক্ষা ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মে-আগস্ট/২০২৫ সেশনে চার (৪) মাস/৩৬০ ঘণ্টা মেয়াদী সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ কোর্সে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণ কোর্সসমূহ
- কম্পিউটার অপারেটর (Level-3) – শিক্ষাগত যোগ্যতা: SSC পাশ
- অটোমোটিভ মেকানিক্স (Level-1) – শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি
- ইলেকট্রিক্যাল ইন্সটলেশন (Level-1)
- প্লাম্বিং ও পাইপ ফিটিং
- মেসনারি ওয়ার্ক
আবেদন প্রক্রিয়া
- প্রার্থীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
- ভর্তি আবেদন ফরম প্রশিক্ষণ কেন্দ্রের হেল্প ডেস্ক থেকে সংগ্রহ করে স্ব-হস্তে পূরণপূর্বক অফিস চলাকালীন সময়ে জমা দিতে হবে।
- অনলাইনে আবেদন করা যাবে: www.ttc.kushtia.gov.bd
- Facebook পেজ থেকেও আবেদন ফরম পাওয়া যাবে: facebook.com/KushtiaTTC
আবেদনের সাথে জমা দিতে হবে
- শিক্ষাগত যোগ্যতার ফটোকপি
- জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের ফটোকপি
- ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি
- নাগরিকত্ব সনদপত্র
- পাসপোর্টের ফটোকপি (যদি থাকে)
ক্লাস ও ভেরিফিকেশন
- লটারি ও ফিজিক্যাল ভেরিফিকেশন: ২৮ জুলাই ২০২৫
- ক্লাস শুরু: ২ আগস্ট ২০২৫
- কোর্সের মেয়াদ: ৪ মাস / ৩৬০ ঘন্টা
ভাতা ও সুবিধা
- প্রতি মাসে উপস্থিতির ভিত্তিতে ১৫০০ টাকা ভাতা
- নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ২০০০ টাকা পর্যন্ত
- যাতায়াত ভাতা: দৈনিক ৮০ টাকা (সর্বোচ্চ ১৭৬০ টাকা/মাস)
- হাজিরা নিশ্চিত করা হবে ফেসিয়াল রিকগনিশন ও বায়োমেট্রিক পদ্ধতিতে
সনদ ও চাকরির সুযোগ
- প্রশিক্ষণ শেষে BTEB / NSDA অনুমোদিত সনদ প্রদান
- সংশ্লিষ্ট শিল্পে চাকরি/আত্মকর্মসংস্থানের সহযোগিতা
- BNQF/NTVQF Level Assessment সম্পন্ন করা বাধ্যতামূলক
বিশেষ অগ্রাধিকার
- নারী, এতিম, দরিদ্র, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শ্রেণির জন্য অগ্রাধিকার
- ভর্তিতে ৩০% কোটা নারী, ২% প্রতিবন্ধী, ১% জাতিগত সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত
- অন্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত/বৃত্তিপ্রাপ্তরা এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন না

যোগাযোগ
👉 ওয়েবসাইট: www.ttc.kushtia.gov.bd
👉 ফেসবুক: facebook.com/KushtiaTTC
📧 ইমেইল: kushtiattc@gmail.com
✅ দেরি না করে এখনই আবেদন করুন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন — সম্পূর্ণ ফ্রি!