স্বাস্থ্যসেবা

শিশুদের বিনামূল্যে টাইফয়েডের টিকা দেবে সরকার, যেভাবে নিবন্ধন করবেন

টাইফয়েড রোগ প্রতিরোধে আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শিশুদের জন্য বিনামূল্যে টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য গত ১ আগস্ট থেকে অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। কীভাবে নিবন্ধন করতে হবে, সে নির্দেশনা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশুরা বিনামূল্যে এ টিকা পাবে। পাঁচ কোটি শিশু-কিশোরকে টিকার আওতায় আনার লক্ষ্য সরকার কাজ করছে। নিবন্ধন করে নির্ধারিত তারিখ ও সময়ে কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে হবে।

এ কার্যক্রম শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। এক ডোজের এ টিকা তিন থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা দেবে। এ কর্মসূচির মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং টাইফয়েডের মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করতে বদ্ধপরিকর সরকার। অভিভাবকদের শিশুর সুরক্ষার জন্য দ্রুত নিবন্ধন করতে অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অনলাইনে নিবন্ধন যেভাবে

https://vaxepi.gov.bd/registration/tcv- ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে জন্মতারিখের ঘরে দিন, মাস ও বছর পূরণ করতে হবে। এরপর ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদের নম্বর ইংরেজিতে লিখতে হবে। এ সনদ না থাকলে বাবা-মায়ের মোবাইল ফোন নম্বর ব্যবহার করা যাবে।

এরপর পূরণ করতে হবে, নারী না পুরুষ ঘরটি। পরে ক্যাপচা কোড পূরণের মাধ্যমে আবেদনকারীর তথ্য যাচাইয়ের মাধ্যমে পরের ধাপে যাওয়া যাবে। এরপরের ধাপে মা-বাবার মোবাইল ফোন নম্বর, ই-মেইল, পাসপোর্ট নম্বর, বর্তমান ঠিকানার তথ্য দিয়ে ‘সাবমিট’ করতে হবে। এরপর মোবাইল ফোনে আসা ‘ওটিপি’ দিয়ে নিবন্ধন সম্পন্ন হবে।

দ্বিতীয় ধাপে টাইফয়েড অথবা মেনিনজাইটিসের একটি বাছাই করতে হবে। টাইফয়েড অংশে ক্লিক করলে দুটি অপশন আসবে। শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণি ও সমমান পর্যন্ত শিক্ষার্থী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু।

এখান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের অপশনে গেলে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, কোন শ্রেণিতে অধ্যয়নরত তা পূরণ করতে হবে। এরপর সাবমিট করলে কেন্দ্রের তথ্য আসবে। যে স্কুলে শিক্ষার্থী টিকা নিতে চায়, তা সিলেক্ট করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত অপশনে গেলেও নিকটস্থ টিকাদান কেন্দ্র বাছাই করে ‘সাবমিট’ করতে হবে।

সাবমিট করার পর ভ্যাকসিন কার্ড আসবে। সেখান থেকে কার্ডটি ডাউনলোড করতে হবে। এটি নিয়ে নির্ধারিত দিনে টিকাদান কেন্দ্রে যেতে হবে শিশু-কিশোরকে নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button