ঝিনাইদহ টিটিসিতে সরকারি খরচে সম্পূর্ণ ফ্রি কারিগরি কোর্সে ভর্তি শুরু

বেকারত্ব দূর ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC)-এ সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ASSET প্রকল্পের আওতায় পরিচালিত এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কোনো কোর্স ফি ছাড়াই প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি মাসিক ভাতাও পাবেন।
টিটিসি সূত্র জানায়, তিন মাস মেয়াদি (৩৬০ ঘণ্টা) এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা NSDA লেভেল সার্টিফিকেট অর্জনের সুযোগ পাবেন, যা দেশে ও বিদেশে কর্মসংস্থানে সহায়ক হবে।
কোর্সভিত্তিক সুযোগ ও যোগ্যতা
ভর্তি কার্যক্রমে মোট পাঁচটি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—
কম্পিউটার অপারেশন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, ওয়েল্ডিং (শুধুমাত্র পুরুষ), টেইলারিং (শুধুমাত্র নারী) এবং ড্রাইভিং।
প্রতিটি কোর্সে ২৪ জন করে প্রশিক্ষণার্থী নেওয়া হবে। বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর (ড্রাইভিং কোর্সে ২১–৪৫ বছর)।
ভাতা ও অন্যান্য সুবিধা
নিয়মিত উপস্থিতির ভিত্তিতে পুরুষ প্রশিক্ষণার্থীরা মাসিক ১,৫০০ টাকা এবং নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রশিক্ষণার্থীরা ২,০০০ টাকা ভাতা পাবেন। এছাড়া বাজেট সাপেক্ষে দৈনিক ১০০ টাকা হারে যাতায়াত ভাতা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
ভর্তি সংক্রান্ত সময়সূচি
ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে ২১ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি, ফল প্রকাশ ২ ফেব্রুয়ারি এবং ভর্তি কার্যক্রম চলবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে প্রশিক্ষণের ক্লাস শুরু হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
ভর্তির সময় জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ, ছবি এবং BMET রেজিস্ট্রেশন কপির প্রয়োজন হবে। BMET রেজিস্ট্রেশন employee.oep.gov.bd ওয়েবসাইটে করতে হবে।
যোগাযোগ
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC), ঝিনাইদহ
কুষ্টিয়া রোড, আরাপপুর, ঝিনাইদহ।
ওয়েবসাইট: www.ttc.jhenaidah.gov.bd
ড্রাইভিং
Driving