প্রযুক্তি তথ্য

কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

স্মার্টফোন কেনার ঝামেলা এখন অতীত! বাংলালিংক নিয়ে এসেছে এক দারুণ সুবিধা “সহজ কিস্তিতে স্মার্টফোন” অফার। এবার থেকে ক্রেডিট কার্ড ছাড়াই যে কেউ কিস্তিতে ফোরজি স্মার্টফোন কিনতে পারবেন যেকোনো বাংলালিংক সেন্টার থেকে।

এই উদ্যোগের মাধ্যমে বাংলালিংক দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য ফোরজি স্মার্টফোন সহজলভ্য করছে। মাত্র ১৫ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে স্মার্টফোন কেনার সুযোগ থাকছে, আর বাকি অর্থ ৯ মাস পর্যন্ত কিস্তিতে পরিশোধ করা যাবে। ফলে টুজি বা থ্রিজি ফোন ব্যবহারকারীরা সহজেই ফোরজি নেটওয়ার্কে আপগ্রেড করতে পারবেন।

বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমীন বলেন, “আমরা স্মার্টফোন কেনার অর্থনৈতিক বাধা দূর করতে এবং ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছি। যাদের ব্যাংকিং সুবিধা নেই, তারাও এখন সহজে স্মার্টফোন কিনতে পারবেন।”

এই অফারের আওতায় স্মার্টফোন কিনলে গ্রাহকরা পাচ্ছেন- ৩ মাসে ১৮ জিবি ইন্টারনেট ফ্রি, অরেঞ্জ ক্লাব গোল্ড টিয়ারে আপগ্রেড ও
মাইবিএল অ্যাপে ১৫০% পর্যন্ত বোনাস।

গ্রাহকরা সারাদেশে অবস্থিত যেকোনো বাংলালিংক সেন্টার থেকে আইটেল, টেকনো এবং ইনফিনিক্স ব্রান্ডের এর পছন্দের স্মার্টফোন কিস্তিতে কিনতে পারবেন। কিস্তিতে স্মার্টফোনে ক্রয়ের আবেদন প্রক্রিয়া খুবই সহজ। পামপে অ্যাপের মাধ্যমে খুব সহজেই এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে এবং মাত্র ৩০  মিনিটের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button