প্রযুক্তি তথ্য

দেশব্যাপী চালু হলো ‘পাঠাও পে’

দেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘পাঠাও’ চালু করেছে তাদের নতুন ডিজিটাল ওয়ালেট ‘পাঠাও পে’।

মঙ্গলবার (৮ জুলাইচালু হওয়া এই সেবার মাধ্যমে গ্রাহকরা সহজেই টাকা লেনদেনঅ্যাকসেস ও ম্যানেজ করতে পারবেন।

ইউর ইউনিভার্সইউর ওয়ে’ (Your YOUniverse, Your Way) এই ট্যাগলাইনের মাধ্যমে ‘পাঠাও পে’ ইনোভেশনসিকিউরিটি এবং লাইফস্টাইল একত্রিত করেছে।

#সব কিছু এক প্ল্যাটফর্মে:

পাঠাও পে’ দিয়ে আপনি এখন খাবার অর্ডার করারাইড নেওয়াবন্ধুদের সঙ্গে বিল ভাগ করা বা কাউকে টাকা পাঠানো সবকিছুই করতে পারবেন একদম সহজে। সঙ্গে আছে কিছু মজার ফিচারওযেমন– ‘পে ট্যাগ’ (Pay Tag) দিয়ে পার্সোনাল ইনফরমেশন শেয়ার না করেও সহজে টাকা রিসিভ করা বা অনেকের কাছ থেকে একসঙ্গে টাকা তোলা, ‘স্প্লিট পে’ (Split Pay) দিয়ে বন্ধুদের সঙ্গে বিল ভাগাভাগি করা, ‘গ্রুপ সেন্ড মানি’ (Group Send Money) দিয়ে একসঙ্গে অনেকজনকে টাকা পাঠানো এবং ‘অটোপে’ (Auto-Pay) দিয়ে অটোমেটেড পেমেন্ট সিস্টেম এখন ট্রানজেকশনকে করবে আরও দ্রুতস্মার্ট ও সুবিধাজনক।

ব্যবহারকারীরা এখন মোবাইল রিচার্জও করতে পারবেন অ্যাপ থেকেই। আর খুব সহজেই ‘পাঠাও পে’তে অ্যাড মানি করতে পারবেন আপনার ডেবিট ও ক্রেডিট কার্ড (ভিসামাস্টারকার্ডঅ্যামেক্সবা নগদ থেকে।

#নতুন কার্ডনতুন অভিজ্ঞতা:

পাঠাও পেএর অংশ হিসেবে চালু হয়েছে ‘পাঠাও পে কার্ড’যা মাস্টারকার্ডপাওয়ার্ড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিসাপোর্টেড। এই মাল্টিকারেন্সি ডেবিট কার্ড দিয়ে দেশবিদেশে সহজে ফাইন্যান্স কন্ট্রোল করা যাবে। তিনটি ইউনিক ডিজাইনে (স্টারলিট হরিজন (Starlit Horizon), পার্পল হেজ (Purple Haze) এবং সানশাইন বিচ (Sunshine Beach) পাওয়া যাবে কার্ডটি।

এতে থাকছে—রিয়েলটাইম ওয়ালেট ব্যালেন্স সিঙ্কিংডুয়াল কারেন্সি সাপোর্ট, ‘এনএফসি ট্যাপ অ্যান্ড পে’ (৫০০০ টাকা পর্যন্ত পিন ছাড়াই), এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সব এটিএম থেকে ফ্রি ক্যাশ উইথড্র সুবিধা। এছাড়াও বৈধ পাসপোর্ট এনডোর্সমেন্ট থাকলে এই কার্ড ইন্টারন্যাশনাল পেমেন্টশপিংট্রাভেল ও সাবস্ক্রিপশনে ব্যবহারযোগ্য।

#অফার:

নতুন ‘পাঠাও পে’ ব্যবহারকারী পাচ্ছেন পাঠাও কোর সার্ভিসগুলোতে ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। প্রতি সার্ভিস অনুযায়ী ক্যাশব্যাক পাচ্ছেন ‘পাঠাও ফুড’এ সর্বোচ্চ ১ হাজার, ‘পাঠাও কার’ রাইডে সর্বোচ্চ ১ হাজার, ‘পাঠাও বাইক’এ সর্বোচ্চ ৫০০ এবং পার্সেল ডেলিভারিতে সর্বোচ্চ ৫০০ টাকা।

পাঠাও’ প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বলেন, ‘পাঠাও পে’ হলো ডিজিটালি নিজস্ব ফাইন্যান্স নিয়ন্ত্রণের একটি অন্যতম সহজ উপায়। ‘পাঠাও পে’র মাধ্যমে আপনার ফান্ড যখন যেভাবে প্রয়োজন সেভাবেই অ্যাকসেসট্রানজেক্ট ও ম্যানেজ করতে পারবেন। এটি বাংলাদেশের জন্য একটি নতুন ডিজিটাল ফাইন্যান্স সলিউশনযা আপনার প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়েছে।

বিস্তারিত জানতে ডাউনলোড করুন ‘পাঠাও’ অ্যাপ এবং সাইন আপ করুন ‘পাঠাও পে’তে। লিংকhttps://pathao.go.link/gTuDn.

উল্লেখ্য২০১৫ সালে যাত্রা শুরু করা ‘পাঠাও’ বর্তমানে রাইড শেয়ারিংফুড ডেলিভারি ও ইকমার্স লজিস্টিকস সেবায় দেশের শীর্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম।

১০ মিলিয়নের বেশি ব্যবহারকারী৩ লাখ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট২ লাখ মার্চেন্ট এবং ১০ হাজার রেস্টুরেন্ট নিয়ে কাজ করছে ‘পাঠাও’। এর মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে তৈরি হয়েছে ৫ লাখের বেশি কর্মসংস্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button