বাংলা গানের লিরিক্স

Tomake Bhalobeshe Jete Chai Lyric – তোমাকে ভালোবেসে যেতে চাই লিরিক

🎵 তোমাকে ভালোবেসে যেতে চাই – তাণ্ডব সিনেমার গান | সম্পূর্ণ লিরিক্স

  • ছবির নাম: তাণ্ডব (২০২৫)
  • গানের নাম: তোমাকে ভালোবেসে যেতে চাই
  • অভিনয়: শাকিব খান, সাবিলা নূর
  • রিলিজ: ২০২৫

📃 গানঃ তোমাকে ভালোবেসে যেতে চাই – সম্পূর্ণ লিরিক্স:

আমি তোমার মনের ভীষণ কাছে
তবুও কেনো দেখেও দেখো না
তোমার কাছে যেসব রাখা আছে
সেসব কথা কাউকে বলো না
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো পাশে পেতে চাই
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো কাছে পেতে চাই

কত কি আর বলি তোমার নামে
তোমার কাছে আমি কে যে হই
আছো তুমি এদুনিয়ার মাঝে
তুমি আমার গল্পকথার বই

তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো পাশে পেতে চাই
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো কাছে পেতে চাই

তবে তো হলো না আর
আমি কে কে তোমার
এই তুমি নেই তুমি
বলো যাই আর কোথায়

মেঘলা দিন একলা রাত
নামলো ঝড় কি হঠাৎ
বলোনা এক কথায়
পাবো কোথায় তোমায়

তুমি চাইলেই যে ঘর বাধবে
তুমি জুড়বো রাতের তারাতে
তাতে সাজবে সব আমাদেরি
হাতে তৈরি হওয়া দিন

তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো পাশে পেতে চাই
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো কাছে পেতে চাই

Tomake Bhalobeshe Jete Chai – Tandob (2025) | Full Lyrics in English

Ami tomar moner bhishon kachhe

Tobu keno dekheo dekho na

Tomar kachhe jeysob rakha ache

Sob kotha kauke bolo na

 

Tomake bhalobeshe jete chai

Tomake aro pashe pete chai

Tomake bhalobeshe jete chai

Tomake aro kachhe pete chai

 

Koto ki ar boli tomar name

Tomar kachhe ami ke je hoy

Achho tumi eduniyar majhe

Tumi amar golpokothar boi

 

Tomake bhalobeshe jete chai

Tomake aro pashe pete chai

Tomake bhalobeshe jete chai

Tomake aro kachhe pete chai

 

Tobe to holo na ar

Ami ke ke tomar

Ei tumi nei tumi

Bolo jai ar kothay

 

Meghla din ekla raat

Namlo jhor ki hotath

Bolona ek kothay

Pabo kothay tomay

 

Tumi chailei je ghor bandhbe

Tumi jurbo rater tarate

Tate sajbe sob amaderi

Hate toiri howa din

 

Tomake bhalobeshe jete chai

Tomake aro pashe pete chai

Tomake bhalobeshe jete chai

Tomake aro kachhe pete chai


গানটি সম্পর্কে কিছু কথা:

তাণ্ডব সিনেমার এই হৃদয়ছোঁয়া গানে প্রকাশ পেয়েছে এক গভীর প্রেমের টানাপড়েন, আকাঙ্ক্ষা আর স্বপ্নের ছোঁয়া। শাকিব খান ও সাবিলা নূর-এর রোমান্টিক কেমিস্ট্রি এই গানে আরও আবেগময় হয়ে উঠেছে। গানটির কথায় রয়েছে প্রেমের অস্ফুট চাওয়া এবং একান্ত ভালোবাসার স্পর্শ।


আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন 💬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button