টেক

পে-লেটার: আপনার সুবিধামতো কেনাকাটা, সহজে পরিশোধ!

ব্যালেন্স নেই? চিন্তা নেই!

বাংলাদেশের বহুল ব্যবহৃত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হলো বিকাশ। বলতে গেলে বাংলাদেশের যতগুলো মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস রয়েছে এর মধ্যে বিকাশের গ্রাহক সংখ্যা প্রায় 90%। বলতে গেলে বর্তমানে দেশের গণ্ডি ছড়িয়ে বিদেশ থেকেও বিকাশ ব্যবহার করতে পারবেন আমাদের প্রবাসী যারা রয়েছে তারা। বিকাশের কল্যাণে গ্রাম থেকে শহরে টাকা পয়সা লেনদেন খুব সহজে হচ্ছে। বাংলাদেশের প্রচলিত অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর চাইতে বিকাশে সুবিধা অনেক বেশি রয়েছে। বর্তমানে যে সব গ্রাহক বেশি পরিমাণে বিকাশ ব্যবহার করে লেনদেন করে থাকে তাদের জন্য বিকাশ লোন সুবিধাটি উন্মুক্ত করেছে যেটি অন্যান্য ফাইনান্সিয়াল সার্ভিস এখন পর্যন্ত করতে পারেনি।

বিকাশ নতুন আরেকটি সুবিধা নিয়ে এসেছে সেটি হচ্ছে পে লেটার। এটি মূলত বিকাশের নতুন একটি সার্ভিস যার মাধ্যমে গ্রাহক কোন কিছু কেনাকাটা করতে গিয়ে পেমেন্ট করার সময় যদি নিজের কাছে ক্যাশ টাকা পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে মাত্র ২০% টাকা পেমেন্ট করে বাকি টাকা ইনস্টলমেন্ট এর মাধ্যমে পরিশোধ করতে পারবে।

বিশেষ করে এই অফারটি যারা বেশি বেশি বিকাশে লেনদেন করে থাকে এবং যাদের বিকাশ একাউন্টে পর্যাপ্ত পরিমাণে ট্রানজেকশন করা হয় এবং লোন পাওয়ার উপযুক্ত শুধুমাত্র তারাই এই পে লেটার সুবিধা উপভোগ করতে পারবেন। আমার একটা পরামর্শ থাকবে আপনারা আপনাদের বিকাশ অ্যাপস থেকে আপনাদের তথ্য হালনাগাদ করে নিবেন হয়তো বা আপনারাও উপযুক্ত হতে পারবেন এই পে লেটার সুবিধাটি এর জন্য।

সিটি ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে ‘পে-লেটার’ নিয়ে এসেছে দেশজুড়ে ক্যাশলেস পেমেন্টের নতুন যুগ। ৬ লাখেরও বেশি বিকাশ মার্চেন্ট আউটলেটে আপনার সুবিধামতো পেমেন্ট করুন পে-লেটারের মাধ্যমে।

পে-লেটারের সুবিধা:

  • ৭ দিনের মধ্যে ইন্টারেস্ট ছাড়া পরিশোধ: ৭ দিনের মধ্যে পুরো টাকা পরিশোধ করলে কোনো সুদ দিতে হবে না।
  • সহজ কিস্তিতে পরিশোধ: ৬ মাসের মধ্যে সহজ কিস্তিতে আপনার কেনাকাটার টাকা পরিশোধ করতে পারবেন।
  • ব্যালেন্স নিয়ে চিন্তা নেই: আপনার বিকাশ একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও পে-লেটার ব্যবহার করতে পারবেন।
  • দ্রুত ও সহজ: পেমেন্ট করতে মাত্র কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে।

পে-লেটার ব্যবহারের পদ্ধতি:

Advertisements

১. বিকাশ অ্যাপে পেমেন্ট অপশন সিলেক্ট করুন।

২. মার্চেন্টের কিউআর কোড স্ক্যান করুন।

৩. পরিশোধের পদ্ধতি নির্বাচন করুন: ৭ দিনের মধ্যে ইন্টারেস্ট ছাড়া পরিশোধ ৬ মাসে পরিশোধ (ইন্টারেস্ট সহ)

৪. পরিশোধের বিবরণ দেখুন।

৫. বিকাশ পিন প্রদান করুন।

৬. ট্যাপ করে ধরে রাখুন, পেমেন্ট সম্পন্ন হবে।

পে-লেটারের মাধ্যমে সুবিধামতো কেনাকাটা করুন, সহজে পরিশোধ করুন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button