লাইফস্টাইল

Durga Puja: প্রিয়জনকে পাঠান দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা

দুর্গা পুজো আসতে এখনও 5 দিন হাতে রয়েছে তবে তার আগেই চারিদিকে পুজো পুজো ভাব

আজ রাত পেরোলেই মহালয়া। মহালয়া হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তিথি যা দুর্গাপূজার সূচনা হিসেবে বিবেচিত হয়

আপনিও আপনার প্রিয়জন কে WhatsApp এ পাঠিয়ে দিন শারদীয়ার শুভেচ্ছা বার্তা (Durga Puja Mahalaya Wishes in Bengali)

Durga Puja Mahalaya Wishes in Bengali: দুর্গা পুজো আসতে এখনও 5 দিন হাতে রয়েছে তবে তার আগেই চারিদিকে পুজো পুজো ভাব। শেষ মুহূর্ত অবধি চলছে কেনাকাটা। তবে আজ মহালয়া, দেবীপক্ষ শুরু। মহালয়া হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তিথি যা দুর্গাপূজার সূচনা হিসেবে বিবেচিত হয়। মহালয়ার দিন থেকে দেবী দুর্গাকে পৃথিবীতে আমন্ত্রণ জানানো হয়। এই দিন বাড়ি বাড়ি বেজে ওঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সুরে চণ্ডীপাঠ ও দেবীর আবাহন মন্ত্র। আপনার এই আনন্দকে আরও বেশি বাড়িয়ে দেয় আপনার প্রিয় জনের শারদীয়ার শুভেচ্ছা বার্তা। আপনিও আপনার প্রিয়জন কে WhatsApp এ পাঠিয়ে দিন শারদীয়ার শুভেচ্ছা বার্তা।

Durga Puja Mahalaya Wishes in Bengali দুর্গাপুজোর শুভেচ্ছা বার্তা

 

১) গোটা পরিবারকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসতে চলেছে উমা, এই দিনগুলি সেজে উঠুক একেবারে নিজের মতো করে। তোমাকে এবং তোমার গোটা পরিবারকে জানাই দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা।

২) আর পাঁচটা দিনের থেকে একেবারে আলাদা এই দিনগুলি, সকলের সঙ্গে হাসি ঠাট্টায় ভরে উঠুক এই দিনগুলি, সবাই ভালো থাকুক এই কামনার মাধ্যমেই তোমাকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা।

৩) তোমাকে এবং তোমার পরিবারকে জানাই শুভ দুর্গা পুজো।

৪) নতুন জামা, নতুন জুতো, নতুন আনন্দ, নতুন আশা, সবকিছুই যেন হয় শুভ। তোমাকে এই শুভক্ষণে জানাই দুর্গাপুজোর শুভেচ্ছা।

৫) সব অন্যায়ের বিনাশ ঘটিয়ে আসুক শুভক্ষণ, সব কালিমা ঘুচে যাক মাতৃপক্ষের সূচনায়। তোমাকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা।

৬) মহাষষ্ঠী থেকে মহা দশমী, এই ৫ দিন সবকিছু ভুলে ভালোবাসায় মেতে উঠুক সকলে। তোমাদের সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা।

৭) ভালোবাসায় একে অপরকে ভরিয়ে দাও, কোথাও যেন না থাকে ঘৃণার লেশমাত্র, সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা।

৮) সারা বছরের ক্লান্তি দূর হয়ে যায় এই পাঁচ দিনের আনন্দে, সবকিছু লাগে রঙিন। আগামী দিনগুলি যেন ভালো কাটে এই কামনার মাধ্যমেই তোমাকে জানাই শারদীয়ার শুভেচ্ছা।

৯) ভালোবেসে সকলকে আগলে রাখো, অভিমান রাগারাগি দূর করে ভালোবাসায় ভরিয়ে রাখো সকলকে, তোমাকে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা।

১০) জীবন বড় ছোট, তাকে রঙিন করে রাখো সব সময়। পুজোর দিনগুলিকে সকলকে দাও বুক ভরা ভালবাসা। তোমাকে জানাই শুভ শারদীয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button