৪৪তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা কবে?
চাকরির খবর

৪৪তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা কবে?

কোটা সংস্কার আন্দোলনের কারণে স্থগিত হয়ে যায় ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা। এই পরীক্ষা আগামী সেপ্টেম্বরে শুরু হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে এখনও পরীক্ষা শুরুর দিন-তারিখ চূড়ান্ত হয়নি।

সোমবার (১২ আগস্ট) দুপুরে পিএসসির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে পিএসসির কর্মকর্তারা নাম প্রকাশ না করে এ তথ্য জানান।

Advertisements
তারা জানান, বিশেষ সভায় ৪৪তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা হয়েছে। সেপ্টেম্বর মাসে পরীক্ষা শুরু করা যায় কি না, সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
 
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত ১৮ জুলাই ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা প্রথম দফায় স্থগিত করে পিএসসি। এরপর ২৯ জুলাই আবারও এ বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সে সময় ৫ আগস্ট পর্যন্ত সব মৌখিক পরীক্ষা স্থগিত এবং পরবর্তীতে নতুন সময়সূচি জানানো হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

Leave a Reply

Back to top button